না পাওয়ার যন্ত্রনা #sad post

আমি যখন ক্লাস টেন এ পড়ি তখন একটি মেয়ের প্রেমে পড়ি।
আমাদের শুরুটা হয়েছিল কোন এক বর্ষার দিনে, স্কুল থেকে বাসায় ফেরার পথে হটাৎপ্রচন্ড বৃষ্টি নামল,,।
একটা গাছের আড়ালে দাঁড়ালাম হটাৎ একটা মেয়ে দৌড়ে এসে সেও দাঁড়ালো আমার পাশে।
আমার একটু ভয় ভয় লাগতে শুরু লাগল এত কাছ থেকে একটা মেয়েকে দেখতে পেয়ে,, আশেপাশে কেউ ছিল না। একটু সাহস করে বললাম তোমার নামটা জানতে পারি? সে বলল মায়া।
আমি নামটা খুব সুন্দর, আমি নিলয়।
আপনি পড়েন কিসে ?
মায়া- ক্লাস এইট এ আপনি?
আমি- ক্লাস টেন এ পড়ি,,
তারপর দুজনে পরিচিত হলাম
আমি- আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি?
মায়া- হুম,,
তখন ও নাম্বার চাইনি ভয় করছিল, শুধু ফেসবুক আইডি থেকে এড করলাম।
থেমে গেল বর্ষা, কিন্তু কোনো গাড়ি আসেনি।
তাই দুজনে হেঁটে হেঁটে আরও কিছু গল্প করলাম।
যখন রাত হল পড়তে মন বসছিল না।
ফেসবুকে ঢুকে দুজন গল্প করতে লাগলাম। প্রায় ১ মাস কথা বলতে বলতে ওর মায়ায় পড়ে যাই,
কেন যানি ওকে ছাড়া কাটছে না প্রতিটি মুহর্ত।
রাতে তারা দেখছি আর ভাবছি কি করব বলে দিলে যদি মাইন্ড করে,,¡!
এইভাবে আর চলছে না আমার দিনগুলি, দু মাস পর একদিন ওর সাথে দেখা হল, তখন সাহস করে সব কিছু খুলে বলেই দিলাম।
মায়া একটা মুচকি হাসি দিয়ে বলল আমি তো আপনাকে বন্ধু হিসেবে দেখি, তা ছাড়া আমার একটা বিএফ আছে।
ওর মুখ থেকে কথাটা শুনে যেন আকাশ ভেঙ্গে পড়লো আমার মাথায়।
ও চলে যাচ্ছিল আমি চুপ করে দাঁড়িয়ে তাকিয়ে রইলাম। বাসায় না গিয়ে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। কখনো সিগারেট খেতাম না, বন্ধুরা বলল সিগারেট খেলে মনে নাকি শান্তি আসে, তাই একটার পর একটা খেতে লাগলাম।
বাসায় আর রাতে গেলাম না আম্মুকে ফোন দিয়ে বললাম একটা পার্টি আছে। রাতে তারা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানিনা। উঠে দেখি ১২টা বাজে আম্মু অনেকবার ফোন দিছিলো। আম্মুকে ফোন দিতে গিয়ে দেখি ব্যালেন্স শেষ, তাই ইমুতে ফোন দিব ভাবতেই ডাটা অন করার সাথে দেখলাম মায়া এসএমএস করছে, কোই তুমি? লাইনে আসোনি কেন? আমার সাথে রাগ করেছ? তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না,,!! প্লীজ কথা বল,,
আমি তখন রিপ্লাই দিয়ে বললাম সরি আমি আর কখনো তোমার সাথে কথা বলবনা। আমি তোমাকে ভুলে যেতে চাই,, মায়া বলল এত তাড়াতাড়ি ভুলে যেতে চাও? আরে পাগল আমিত যাস্ট ফান করছি।
আমি কি বল!??
মায়া- আজ বিকেলে আমার সাথে দেখা করতে পারবে? আমি বললাম হ্যা। আর বললাম এই শোনো
মায়া- কি?
আমি একটু ভালোবাসি বলে না।
মায়া বলল বিকেলে দেখা কর তারপর।
আমিতো মনের আনন্দে বাসায় ফিরলাম, আর ওর ফোন নাম্বারটাও চেয়ে নিলাম। বাসায় ফেরার পর আম্মু অনেক বকে ছিলো।
কিন্তু কাটছে না বিকেল পর্যন্ত।
বিকেল বেলা দেখা করতে গেলাম মায়া যেখানে দাঁড়াতে বললো ঠিক ঐ জায়গায় কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে ওকে দেখছি না'!, ওর ফোন নাম্বার ও বন্ধ ছিলো।
তবে কি ও আমাকে ঠকাচ্ছে,,?
সন্ধ্যা ঘনিয়ে এসেছে তাই বাসায় ফিরলাম।
অনেকদিন হয়ে গেল ওর ফোন অফ।
কিন্তু মনে আর মানলো না তাই ওর দেয়া ঠিকানা খুঁজতে খুঁজতে ওর বাসায় গেলাম, ওর নাম ধরে ডাকদিলাম ভিতর থেকে ওর আম্মু আসল।
ওর আম্মু বলল কে তুমি বাবা?
আমি মায়ার বন্ধু,
ওর আম্মু বললো বাবা আগেতো তোমাকে কখনো দেখিনি,!?
আমি আগেতো স্কুলে দেখা হত কিন্তু হঠাৎ করে দেখছি না তাই ওর খোঁজ নিতে আসলাম।
আন্টি হাউমাউ করে কেঁদে উঠলো, আর বললো বাবা  কিছুদিন আগে বিকেল বেলা কার সাথে জেনো দেখা করতে গেছিলো, কিন্তু রাস্তা পার হবার সময় একটা ট্রাক ওর উপর দিয়ে গেল, অর্ধেক রাস্তায় মিশে গেছে আর অর্ধেক তিনটা থলিতে করে বাসার সামনে রেখে গেছে,,,!! আমি হাউমাউ করে কেঁদে উঠলাম, বুকটা ভেঙে চুরমার হয়ে গেলো। ছটফট করতে করতে বাড়ি ফিরলাম,,।। শেষ হয়ে গেল জিবনটা,,,
বিঃদ্রঃ আমি কোনো লেখক না আমার আশেপাশে ঘটে যাওয়া কিছু রহস্য থেকে একটা গল্প লিখে আপনাদের কাছে পেশ করলাম, ভুল হলে ক্ষমা করবেন।
আর এরকম আরও গল্প পেতে চাইলে পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ আপনাকে আপনার অমূল্য সময় ব্যয় করার জন্য।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

spoken english