পোস্টগুলি

অক্টোবর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

না পাওয়ার যন্ত্রনা #sad post

আমি যখন ক্লাস টেন এ পড়ি তখন একটি মেয়ের প্রেমে পড়ি। আমাদের শুরুটা হয়েছিল কোন এক বর্ষার দিনে, স্কুল থেকে বাসায় ফেরার পথে হটাৎপ্রচন্ড বৃষ্টি নামল,,। একটা গাছের আড়ালে দাঁড়ালাম হটাৎ একটা মেয়ে দৌড়ে এসে সেও দাঁড়ালো আমার পাশে। আমার একটু ভয় ভয় লাগতে শুরু লাগল এত কাছ থেকে একটা মেয়েকে দেখতে পেয়ে,, আশেপাশে কেউ ছিল না। একটু সাহস করে বললাম তোমার নামটা জানতে পারি? সে বলল মায়া। আমি নামটা খুব সুন্দর, আমি নিলয়। আপনি পড়েন কিসে ? মায়া- ক্লাস এইট এ আপনি? আমি- ক্লাস টেন এ পড়ি,, তারপর দুজনে পরিচিত হলাম আমি- আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? মায়া- হুম,, তখন ও নাম্বার চাইনি ভয় করছিল, শুধু ফেসবুক আইডি থেকে এড করলাম। থেমে গেল বর্ষা, কিন্তু কোনো গাড়ি আসেনি। তাই দুজনে হেঁটে হেঁটে আরও কিছু গল্প করলাম। যখন রাত হল পড়তে মন বসছিল না। ফেসবুকে ঢুকে দুজন গল্প করতে লাগলাম। প্রায় ১ মাস কথা বলতে বলতে ওর মায়ায় পড়ে যাই, কেন যানি ওকে ছাড়া কাটছে না প্রতিটি মুহর্ত। রাতে তারা দেখছি আর ভাবছি কি করব বলে দিলে যদি মাইন্ড করে,,¡! এইভাবে আর চলছে না আমার দিনগুলি, দু মাস পর একদিন ওর সাথে দেখা হল,

spoken english

১. চোর পালালে বুদ্ধি বাড়ে। An= After death comes the doctor. ২. আয় বুঝে ব্যয় কর। An= Cut your coat according to your cloth. ৩. অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। An= A friend in need is a friend indeed. ৪. ইচ্ছা থাকলে উপায় হয়। An= Where there is will, there is a way. ৫. অতি লোভে তাতি নষ্ট। An= Grasp all, lose all. ৬. যত গর্জে তত বর্ষে না। An= Barking dog seldom bites. ৭. গাইতে গাইতে গায়েন। An= Practice makes a man perfect. ৮. নাই মামার চেয়ে কানা মামা ভাল। An= Something is better than nothing. ৯. বাপকা বেটা; সিপাইকা ঘোড়া। An= Like father like son. ১০. যেমন কর্ম তেমন ফল। An= As you sow, so you reap. ১১. এক হাতে তালি বাজে না। AnAn= It takes two to make a quarrel. ১২. পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি। An= Industry is the key to success  __প্রীয়ো বন্ধু ভালো লাগলে সাপোর্ট দিয়ে আমাদের সাথে থাকুন 🙏 ⭕ধন্যবাদ ⭕